ramadan status bangla
ramadan quotes bangla
ramadan facebook status bangla
ramadan 2020 status bangla
ramadan fb status bangla
ramadan status in bangla
ramadan quotes in bangla
ramadan mubarak status bangla
ramadan quotes 2020 bangla
ramadan mubarak quotes bangla
রমজান – আপনার ইমাম তৈরির একটি সুযোগ।
এক এক করে যাচ্ছে চলে মাহে রমজান
কি করে দিবো আমি তার প্রতিদান,
ক্ষমার আশায় আজও আমি তুই দুই হাত
কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত ।
দেখো ওই পূর্ব গগনে উঠেছে চাঁদ
শুরু হলো রমাজান মাস ।
রমাজনের আগমনে রহমতের দুয়ার খুলেছে ।
সবাই মিলে শপত করি রোজা রাখবো ৩০ টি ।
” রমজান উল মোবারাক ”
এসেছি আজ তোমার ঘরে বছর একটি ঘুরে
আমায় যদি তুমি রাখো ৩০ দিন বুকে ধরে
নামাজ কোরআন পড়ো যদি তুমি তার সাথে
নিশ্চয়ই তোমায় ছাড়া আমি আর যাবো না ওই জান্নাতের ঘরে ।
” রমাজন মোবারাক ”
এক দুই তিন…এসেছে রোজার দিন
চার, পাঁচ ছয়… রোজা রাখতে কিসের ভয়
সাত আট নয়… খারাফ কাজ আর নয়
দশ, এগারো, বারো… ৫ ওয়াক্ত নামাজ পড়
পবিত্র রমাজন মাসের শুভেচ্ছা
রমজানুল মোবারাক ।
নতুন চাঁদের পবিত্র মাস
ওয়েলকাম টু রমাজন মাস
রোজা রাখবেন ৩০ দিন
ভালো কাজে মন দিন
খারাফ কাজ ছেড়ে দিন
নামাজ পড়ুন প্রতি দিন
” হ্যাপি রমাজান ”
নামাজ রোজা নাহি কাজা করবো না ভাই কভু, নয়তো রাজা দিবেন সাজা যিনি মোদের প্রভু, নামাজ রোজা অনেক সোজা ইচ্ছে যদি করো, মনের মতো সময় মতো নামাজ রোজা করো, পণ করো আজ পড়বো নামাজ রাখবো সদা রোজা, তা না হলে পরকালে পেতে হবে সাজা, রাখলে রোজা বেহেস্তেতে থাকবো মেতে হবে কত মজা।
তাঁর দিকে একধাপ হাঁটুন,
তিনি আপনার দিকে দৌড়াবেন।
রোজা হল ডাল সরূপ, যখন আপনারা কেউ উপবাস করছেন তখন তার উচিত অশ্লীল ভাষায় লিপ্ত হওয়া বা ক্রোধে তার স্বর উত্থাপন করা উচিত নয়। যদি কেউ তাকে আক্রমণ করে বা তাকে অপমান করে, তখন তাকে বলতে দিন: “আমি আমি রোযাদার!” (মুসলিম)
যে কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, আল্লাহ সত্তর বছরের জন্য তার মুখকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। (আল বুখারী ও মুসলিম)
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের অন্য যে কোন সময় সংগ্রাম করার চেয়ে রমজানে ইবাদতে বেশি বেশি প্রচেষ্টা চালাতেন এবং শেষ দশ রাত্রিতে তিনি নিজেকে আরও বেশি করে (আল্লাহর ইবাদতে) আত্মনিয়োগ করতেন। রমজান মাসের আগের অংশে তার চেয়ে বেশি। (মুসলিম)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে দশ দিন ইতেকাফ পালন করতেন; যে বছরে তিনি ইন্তেকাল করেছেন, সেখানে তিনি বিশ দিন ইতিকাফ পালন করেছেন। (আল বুখারী)
চার সপ্তাহের রহমত, 30 দিনের উপাসনা, 720 আধ্যাত্মিকতার ঘন্টা। ক্ষমা করার 43,200 মিনিট, 2592000 সেকেন্ড। সুখের রমজান মোবারক সবাই।
আমি এই রমজান আল্লাহ সুবহানাহু’র কাছে প্রার্থনা করি,আপনাকে যেন সমস্ত যন্ত্রণা ও বেদনাকে নিরাময় করে, আপনার যন্ত্রণা ও বেদনাকে সুখ ও আনন্দের মধ্যে রূপান্তরিত করে। এবং আপনাকে অসংখ্য নেয়ামত দান করুন।
আল্লাহ , ধন-সম্পদ নয় বরং আপনার অন্তরের দিকে লক্ষ্য করেন। সুতরাং আপনার হৃদয়কে শুদ্ধ করুন যেমন আপনি এই রমজানে যাকাহর মাধ্যমে আপনার সম্পদকে পবিত্র করেছেন।
প্রতি রাতে এই রমজানে অন্য সবাইকে ক্ষমা করা হচ্ছে, আমি আপনার কাছে প্রার্থনা করছি যেন,তাদের মধ্যে আমার নাম তালিকার শীর্ষে রাখেন এবং তাদের মধ্যে যারা প্রচুর আশীর্বাদ পাবেন।
GIPHY App Key not set. Please check settings